Home তোমাদের কবিতা ক্ষমা করো মাগো -এম আবু বকর শান্ত

ক্ষমা করো মাগো -এম আবু বকর শান্ত

মাগো তুমি নয়নমণি
সারা জীবন ধরে
কোনো কাজে মন বসে না
থাকো যদি দূরে
জীবন তরী শূন্য আমার
তোমার দোয়া ছাড়া
সকল কিছু অসার থাকে
সুন্দর হলেও ধরা
তোমার কাছে সদায় আমি
সবার চেয়ে ভালো
মনে আমার আঘাত লাগে
মুখটি হলে কালো।

SHARE

Leave a Reply