মায়ের কোলে মাথা রেখে
আমি বলি মা
আমায় ছেড়ে তুমি
কোথাও যেয়ো না
তুমি যদি চলে যাও
আমি বাঁচবো না
আমি চলে গেলে
তোমার কী হবে মা
তুমিই আমার জান
তুমিই আমার প্রাণ।
মায়ের কোলে মাথা রেখে
আমি বলি মা
আমায় ছেড়ে তুমি
কোথাও যেয়ো না
তুমি যদি চলে যাও
আমি বাঁচবো না
আমি চলে গেলে
তোমার কী হবে মা
তুমিই আমার জান
তুমিই আমার প্রাণ।