পাকা ধানের গন্ধ নিয়ে
এলো ফিরে হেমন্ত
কৃষক-কৃষাণীর সারা মুখে
খুশির হাসি ফুটন্ত।
পাকা ধানে ভরছে মাঠ
সবার মুখে হাসি
পল্লী গাঁয়ে প্রতি ঘরে
বাজে সুখের বাঁশি।
একে একে সোনা ধানে
উঠলো ভরে উঠান
আনন্দেতে গেল ভরে
কৃষক ভাইয়ের প্রাণ।
শূন্য গোলা ভরছে আজ
সোনা রঙের ধানে
সুখ আনন্দে ভরছে প্রাণ
মিষ্টি গানে গানে।