Home তোমাদের কবিতা এলো হেমন্ত -মেসবাহ কামাল

এলো হেমন্ত -মেসবাহ কামাল

এলো হেমন্ত শীত তাই
জড়োসড়ো কাঁপি ভাই
ঠাণ্ডায় গেল বুঝি প্রাণ?
সূর্যিটা দেয় উঁকি
কুশায়ার আঁকিবুকি
হিমহিম কুয়াশায় স্নান।

আমাদের সাথে যারা
মুসা কালিমুল্লাহ
আমাদের সাথে যারা থাকছো
তোমাদের বোঝা কাঁধে রাখছো
আমাদের নির্দেশ যারা মানছে
তোমাদের দেয়া ঘানি টানছে।
তোমাদের তারা ভাই নয় কি?
ভালোবাসা তোমাদের পায় কি?
তাদেরকে ভালোবাসা দেয়া চাই,
তাদেরকে কাছে টেনে নেয়া চাই।

SHARE

Leave a Reply