Home তোমাদের কবিতা ভরা নদী -আল মাহামুদুর রহমান

ভরা নদী -আল মাহামুদুর রহমান

ভরা নদী শান্ত তীর
বুক ভরা তার মৎস্য নীড়
মৎস্য জাদুর বসছে মেলা
পানির তলায় করছে খেলা।
ভাসিয়ে দিলো মাঝির তরী
চলছে নৌকা স্রোত ধরি
তারই মাঝে উড়ছে পাল
ধরছে মাঝি নৌকার হাল।

SHARE

Leave a Reply