আমার গাঁয়ে ধানের মাঠে
মৌ মৌ গন্ধের জোয়ার ছোটে
মুগ্ধ সবার প্রাণ
হাওয়ার তালে বাজে বাঁশি
চাষির মুখে বিজয় হাসি
কষ্টের অবসান।
ধনী-গরিব সবার ঘরে
হলুদ রঙের মুক্তা ঝরে
দিনে এবং রাতে
বউয়ে-ঝিয়ে খুশি মনে
ভরছে গোলা সোনার ধানে
খোদার নেয়ামতে।
আমার গাঁয়ে ধানের মাঠে
মৌ মৌ গন্ধের জোয়ার ছোটে
মুগ্ধ সবার প্রাণ
হাওয়ার তালে বাজে বাঁশি
চাষির মুখে বিজয় হাসি
কষ্টের অবসান।
ধনী-গরিব সবার ঘরে
হলুদ রঙের মুক্তা ঝরে
দিনে এবং রাতে
বউয়ে-ঝিয়ে খুশি মনে
ভরছে গোলা সোনার ধানে
খোদার নেয়ামতে।