Home নিয়মিত কিশোর জিজ্ঞাসা কিশোর জিজ্ঞাসা অক্টোবর’ ১৪

কিশোর জিজ্ঞাসা অক্টোবর’ ১৪

মো: মামুনুর রশিদ
ভৈরব, কিশোরগঞ্জ
জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
– ১৫০ ফুট।

আয়েশা বেগম লিপা
আজিমপুর, ঢাকা
‘ওয়াল স্ট্রিট’ কোথায় অবস্থিত?
– এটি নিউ ইয়র্ক শহরে অবস্থিত স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র।

কানিজ ফাতেমা মিশু
হরিদাসপুর, কুমিল্লা
জাম্বিয়া ও জিম্বাবুয়ের পূর্ব নাম কী ছিল?
– জাম্বিয়ার পূর্বনাম উত্তর রোডেশিয়া, জিম্বাবুয়ের পূর্বনাম দক্ষিণ রোডেশিয়া।

মো: আব্দুর রকীব
দাগনভূঁঞা, ফেনী
জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ও কী কী?
– ছয়টি : আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ।

মো: ইমদাদুল কবির
দাউদকান্দি, কুমিল্লা
বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের নাম কী?
– ম্যাগনেভ। এটি জাপানে তৈরি। এর গতিবেগ ঘণ্টায় ৪৬১ কি.মি.।

মাকসুদুর রহমান
শিবচর, মাদারীপুর
‘মুসা কানা’ শহরটি কোন্ দেশে অবস্থিত?
– আফগানিস্তানে।

রফিকুল ইসলাম
বটতলা, চাঁপাইনবাবগঞ্জ
ইসলামের প্রথম শহীদ কে?
– হযরত সুমাইয়া (রা)।

মোশাররফ হোসেন
উজিরপুর, বরিশাল
সাত পাহাড়ের শহর বলে কোন শহরকে?
– ইতালির রাজধানী রোমকে।

হাফিজুর রহমান হাফিজ
শ্যামনগর, সাতক্ষীরা
‘ফয়েজ লেক’ কোন্ জেলায় অবস্থিত?
– চট্টগ্রাম।

মো: জালাল উদ্দীন
সুলতানপুর, দিনাজপুর
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র আইন সভা কোন্টি?
– মোনাকো রাজ্যের “ন্যাশনাল কাউন্সিল”। এর সদস্য সংখ্যা ২৪।

আবেদা সুলতানা
শরণখোলা, রাগেরহাট
জাতিসংঘে নিযুক্ত প্রথম বাংলাদেশী নারী স্থায়ী প্রতিনিধির নাম কী?
– ইসমাত জাহান।

মো: শরীফ হোসাইন
কালিগঞ্জ, ঝিনাইদহ
কোন্ তারিখে প্রথম বাংলাদেশী মুদ্রা প্রচলিত হয়?
– ৪ মার্চ, ১৯৭২।

আশরাফুল আলম
সীতাকুণ্ডু, চট্টগ্রাম
ব্লিচিং পাউডার আবিষ্কার করেন কে?
– যুক্তরাজ্যের ‘টিনান্ট’ নামক একজন বিজ্ঞানী।

ইকবাল আহমদ
গোদাগাড়ী, রাজশাহী
ভারতের কোন্ প্রদেশ ‘ভারত উদ্যান’ নামে পরিচিত?
– লক্ষেèৗ।

মাহবুব মোরশেদ
মিরসরাই, চট্টগ্রাম
বৃহত্তম আগ্নেয়গিরির নাম?
– হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মনালোয়া আগ্নেয়গিরি। এর
জ্বালামুখের ব্যাস প্রায় ৩৭৮০ মিটার।

নুরুল হক, দৌলতখাঁ, ভোলা
কোন্ নদী হলদে নদী নামে পরিচিত?
– হোয়াংহো।

মাসুদুর রহমান, সাভার, ঢাকা
বিশ্বের প্রশস্ততম নদী কোন্টি?
– আমাজান (দক্ষিণ আমেরিকা)।
গ্রন্থনায় : গিয়াসউদ্দীন

SHARE

1 COMMENT

Leave a Reply