II কে জি মোস্তফা II
কখন গ্রামের ভেতর চলে গেছে শহর
কেউ কি দেখিবে আর
সাঁকো দিয়ে পারাপার
পালকি-গরুর গাড়ি-নৌকার বহর!
বাঁশি হাতে রাখালেরা নেই আর মাঠে
জেলে-চাষি-তাঁতীদের দিন গেছে পাটে
কামার-কুমোর নেই পড়ে আছে হাঁপর
কখন গ্রামের ভেতর চলে গেছে শহর!
কলুদের ঘানি নেই অজ পাড়া গাঁয়ে
দলবেঁধে বেদিনীরা আসেনাতো নায়ে
কোন্্ পথে কেবা গেছে কে রাখে খবর
কখন গ্রামের ভেতর চলে গেছে শহর!