II আবদুল কুদ্দুস ফরিদী II
এলো হেমন্ত আলোর রথে
ধানক্ষেত মাঠ বনে,
কনক আভা হের বরণা
আলোর আলিঙ্গনে।
দূর্বার বনে আলোর কুসুম
শিশিরের দুধহাসি,
প্রভাতের রঙিন আলো ঝরনার
খই ফোটে রাশি রাশি
রূপালি হেমন্তে সোনালি ধানে
ভরে গেছে মাঠ বিল,
কিষান বধূর মনের গহনে
জোনাকির ঝিলমিল।
ধান আর গান গান আর ধান
হেমন্তের রূপছবি,
শিল্পী আঁকে তুলির আঁচড়ে
কথা লেখে কোনো কবি।