II এস. এম আল আমিন II
আম কাঁঠালের ছায়ায় ঘেরা
আমার সবুজ গাঁ
সম্মুখে তার বইছে নদী
নিত্য ধোয়ায় পা।
পাখির গানে ঘুম ভেঙে যায়
সূর্যি মামা ওঠে
ভোরের বাতাস ঢেউ খেলে যায়
সবুজ ধানের মাঠে।
চাষিরা যায় মাঠের কাজে
রাখাল বাজায় বাঁশি
সবুজ শ্যামল গাঁয়ে আমার
সুখ যে রাশি রাশি।