II দোলন চাপা II
বীর শহীদের রক্তে গড়া
আমার সবুজ দেশ
ফসল ভরা মাঠের ডালি
রূপের তো নেই শেষ।
বন-বনানীর ছায়ায় ঘেরা
দেখতে ছবির মত
বাঁক পেরিয়ে বইছে নদী
ছুটছে অবিরত।
II দোলন চাপা II
বীর শহীদের রক্তে গড়া
আমার সবুজ দেশ
ফসল ভরা মাঠের ডালি
রূপের তো নেই শেষ।
বন-বনানীর ছায়ায় ঘেরা
দেখতে ছবির মত
বাঁক পেরিয়ে বইছে নদী
ছুটছে অবিরত।