Home তোমাদের কবিতা জন্মভূমি

জন্মভূমি

নাজিয়া তাসনিম

বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার দেশ
এই বাংলার গর্ব করতে
নেইতো দ্বিধা লেশ
জন্ম আমার এই মাটিতে
বেড়ে ওঠা ও এইখানেতে
এই বাংলার মান রাখতে
ঘাম ঝরানো শ্রম দিতে
নেইতো ক্লান্তি ক্লেশ
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার দেশ।

SHARE

Leave a Reply