জহুর-উশ-শহীদ
টোনা আর টুনি
বসে কোনাকুনি
গাছের শাখায়
কী যে গান করে
সুমধুর স্বরে
রঙ যে মাখায়।
ফুল পাখি সব
করে অনুভব
সুশীতল হাওয়া
এইভাবে যদি
বয় নিরবধি
হয় সবই পাওয়া।
প্রকৃতির কাছে
কতো কিছু আছে
স্রষ্টার দান
হয় অফুরান
তাই ফুল-পাখি
মমতার রাখি
কতো বেঁধে যায়
তাই ভেবে টোনা
করে দিন গোনা।
টুনি গান গায়
সুর মূর্ছায়
তাদের পাখায়।