আবদুল হালীম খাঁ
দূরে বাঁকা গ্রামগুলো
পথে হিরণ¥য় ধুলো
মাঠে মাঠে ধান পাট
নানা পণ্যে ভরা হাট।
আম জাম বৃক্ষ সারি
নারকেল পান সুপারি
গাছ তলে ছোট ঘর
খোপে ডাকে কবুতর।
জাংলায় ঝোলে কদু
মৌমাছি খোঁজে মধু
ঘাটে মাঝি মাঠে চাষি
গান গায় বারোমাসি।
আকাশে মেঘের চুল
নদী-চর-কাশ-ফুল
এই রোদ এই বৃষ্টি
কত না সুন্দর সৃষ্টি।
ষড় ঋতুর ষড় রঙ
কত না রূপের ঢঙ
গ্রামগুলো ছায়া ঢাকা
স্নেহ প্রীতি মায়া মাখা।