মুহাম্মদ ইয়াছিন আরাফাত
গর্জন শুনে পিছপা হবে না
নব যুগের কিশোর
আঁধার দরিয়ায় ভাসাবে তরী
জয়ের স্বপ্নে হবে বিভোর।
ভেংচি কাটবে পেতœীর দল
জিন ভূত আর পরী
তবুও দুঃসাহসী কিশোর
ভাসাবে জীবন তরী।
কালো মেঘে আঁধার গগন
কৃষ্ণ কালো জল
তীব্র বেগে বইবে তুফান
তবু হারাবে না কিশোর বল।
উঁচু উঁচু ঢেউ এসে
হানবে আঘাত পালে
এগোবে কিশোর তবুও ভেসে
নীল দরিয়ার জলে।
নিশীথ আঁধার কেটে
হবে সূর্যোদয়
সম্মুখে এগোবে কিশোর
দৃঢ় অকুতোভয়।