মেঘ তৈরি হয় অনেক জলকণা দিয়ে। জলকণা পানির খুবই ক্ষুদ্র রূপ হওয়ায় এটাকে দেখা যায় না। তবে অনেক কণা এক সঙ্গে থাকলে তখন আমরা সেটাকে মেঘের আকারে দেখতে পারি। আকাশের অনেক ওপরে তাপমাত্রা কম থাকে, তাই কিছু কিছু জলকণা বরফ হয়ে যায়। সূর্যের আলো সেই পানি আর বরফে প্রতিসরিত হয়ে ছড়িয়ে যায়, ফলে আমাদের কাছে মনে হয় মেঘের রঙ সাদা।
এই জলকণাগুলো যখন বেশ ভারী হয়ে যায় তখন তারা আর মেঘ আকারে থাকতে না পেরে বৃষ্টির আকারে নেমে আসে। আর জলকণাগুলোর ঘনত্ব বেড়ে যায় বলে তাদের ভেতর দিয়ে আলোও আসতে পারে না। তাই তখন এদের রঙ আমাদের কাছে মনে হয় কালচে অথবা ধূসর। তবে বৃষ্টির সময় ছাড়াও অনেক মেঘ একত্রে জড়ো হলে তাদেরকেও কালচে লাগে।
Kub sundor hoice plz name a akta bivag khulen. ata manus ra science sikbe and moja pabe..
Kub sundor hoice apnara plz magic of science name a akta bivag khulen. ata manus ra science sikbe and moja pabe..
It is a very intersting matter