Home প্রতিবেদন সাদা ফুল কেন রাতে ফোটে

সাদা ফুল কেন রাতে ফোটে

Sada-Fulকিছু ফুল আছে যাদেরকে শুধু রাতের বেলায় ফুটতে দেখা যায়। আরও মজার ব্যাপার হচ্ছে, রাতে ফোটা ফুল সাধারণত সাদা রঙের হয়ে থাকে। কিন্তু কেন? আসলে এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের জানতে হবে ফুল কেন ফোটে। তাহলেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। মূলত গাছের বংশবৃদ্ধির জন্য গাছ নিয়ম করে ফুল ফুটিয়ে থাকে। আর ফুল থেকে বিশেষ এক প্রক্রিয়ায় ফল এবং সেখান থেকে বীজ উৎপন্ন হয়। এই বীজের মধ্যেই সুপ্ত থাকে গাছের পরবর্তী বংশধর। কিন্তু গাছের ফুল থেকে বীজ হওয়ার জন্য ফুলের পরাগায়ন জরুরি। পরাগায়ন হচ্ছে, ফুলের পুংরেণুর সঙ্গে স্ত্রীকেশরের ডিম্বাণুর সঙ্গে মিলন প্রক্রিয়া। গাছকে ফুলের পরাগায়নের জন্য প্রাণীর সাহায্যও নিতে হয়। আর এ কাজে তাকে সাহায্য করে থাকে মৌমাছি, বাদুর, প্রজাপতিসহ আরও অন্যান্য কিছু প্রাণী। যেমন ধরো, মৌমাছি ফুলের মধু খাওয়ার জন্য ফুলের গায়ে বসে। আর সে সময় তার পায়ে বা দেহের অন্য কোথাও লেগে যায় অসংখ্য পুংরেণু। এই মৌমাছি যখন আরেক গাছের আরেক ফুলে বসে মধু খায় তখন তার অজান্তেই সে ওই ফুলের স্ত্রীকেশরে রেখে আসে পুংরেণু। যার ফলাফল পরাগায়ন।
মানুষের মতো প্রাণীদেরও যদি টর্চলাইট থাকতো, তাহলে অনেক প্রাণীই রাতের বেলা হয়তো খাবার খুঁজতে যেতো। তবে তাদের কাছে টর্চলাইট না থাকলেও অন্য বিশেষ কিছু ব্যবস্থা প্রকৃতিই দিয়ে রেখেছে। যেমন মৌমাছি যাতে রাতের অন্ধকারে ফুল চিনতে ভুল না করে এ জন্য কিছু গাছের ফুল হয় সাদা। যাতে অনেক দূর থেকেও মৌমাছিরা ফুলের অস্তিত্ব বুঝতে পারে। শুধু কী তাই! এসব ফুলের আছে বাহারি সুগন্ধ। আর এসবের প্রধান উদ্দেশ্য ওইসব মৌমাছি বা পোকা-মাকড়কে আকৃষ্ট করা।

SHARE

Leave a Reply