Home তোমাদের কবিতা ইচ্ছে আমার

ইচ্ছে আমার

এইচ এস সরোয়ারদী

ইচ্ছে আমার শ্রাবণ হবো
মেঘের সাথে কথা কবো
বৃষ্টি এলে নদীর বাঁকে
নূপুর পায়ে দাঁড়িয়ে রবো।

ইচ্ছে আমার শাপলা হবো
বিলের মাঝে ভেসে রবো
ছোট্ট শান্ত ঢেউয়ের সাথে
ঘুম পাড়ানির ছড়া কবো।

ইচ্ছে আমার কদম হবো
পাতার সাথে মিশে রবো
কিংবা আমি ডাহুক হয়ে
ধানের ক্ষেতে লুকিয়ে রবো।

SHARE

Leave a Reply