বাতেন বাহার
আকাশ পাড়ে লক্ষ তারা চমকে রূপোর সিকি
তাই তো চাঁদের আলোয় ওসব করে ঝিকিমিকি।
সন্ধ্যে হলে কথার দু’চোখ ব্যস্ত খুঁজে তারা
ভেবে না পাই আকাশ জুড়ে ছড়ায় ওসব কারা।
একটি সিকি একটি তারা গগন পাড়ে হাসে
একটি তারা উল্কা হয়ে হাওয়ার ’পরে ভাসে
তারার কথা দাদীর মুখে- দাদার মুখে গল্প
কথা মনির বুকের ভেতর সাঁতরে তারার কল্প।