মো: তানভীর আহমেদ
ইচ্ছে করে পাখি হয়ে
নীল আকাশে উড়ি
ইচ্ছে করে ফুল পাখিদের
সাথে গান করি
ইচ্ছে করে বসে থাকি
পাখির ছোট্ট নীড়ে
ইচ্ছে করে মিশে থাকি
পানকৌড়ির ভিড়ে
ইচ্ছে করে ঘুরে বেড়াই
সাদা কাশবনে
ইচ্ছে করে ভাব করি
প্রকৃতির সনে।
মো: তানভীর আহমেদ
ইচ্ছে করে পাখি হয়ে
নীল আকাশে উড়ি
ইচ্ছে করে ফুল পাখিদের
সাথে গান করি
ইচ্ছে করে বসে থাকি
পাখির ছোট্ট নীড়ে
ইচ্ছে করে মিশে থাকি
পানকৌড়ির ভিড়ে
ইচ্ছে করে ঘুরে বেড়াই
সাদা কাশবনে
ইচ্ছে করে ভাব করি
প্রকৃতির সনে।