মাহফুজুর রহমান আখন্দ
শীতের আমেজ রসের হাঁড়ি
গরম মুড়ি মামার বাড়ি
মগজ জুড়েই ঘোরে
বেরস মাখা পরীক্ষাটা
সকাল বিকেল জ্বালায় গা টা
রোজ টোকা দেয় দোরে
মুক্তো জ্বলে সকাল রোদে
শিশির মাখা ঘাসে
এই সকালে পড়ার কথা
ক্যামনে মাথায় আসে?
নরম কচি গমের ক্ষেতে
সরষে ফুলে উঠতে মেতে
মন করে আনচান
এমন সময় থাকে কি আর
বইয়ের দিকে টান?
বিকেল হলে পড়তে কি চায় মন
ঘুরতে চলো মাঠ পাড়া গাঁয়
মনটা বলে মিষ্টি রোদে
হাঁটো সারাক্ষণ
করছি তবু পড়া
স্বপ্ন দেখি মানুষ হবার
সফল জীবন গড়া।