আফসার নিজাম
প্রজাপতি প্রজাপতি
লাল-নীল-প্রজাপতি
থাকো কোথায়
বনে?
আমি তোমার বন্ধু হবো
ভাবছি মনে মনে।
তুমি যদি বন্ধু হতে চাও
আমার দু’টি ডানা খুলে
তোমায় দেবো
নাও।
এবার তুমি উড়তে পারো
ফুলে ফুলে ঘুরতে পারে
রঙিন ডানা খুলে
হাওয়ায় দুলে দুলে।
আহা! উড়ছি আমি উড়ছি
সারা জাহান ঘুরছি
এমনতর স্বাধীন হলে
চাই না রাজার কুরসি
উড়ছি আমি উড়ছি
মনে মনে মনের ভেতর
ঘুরছি আমি ঘুরছি।
আহা! উড়ছি আমি উড়ছি॥