Home তোমাদের কবিতা এগিয়ে চলো

এগিয়ে চলো

মিশকাতুল জান্নাত মিশু

তরুণ তোমার ডাকে পড়েছে
অরুণ আলোয় ছুটতে
ফুলেন বনে মাতাল ভ্রমর
অলী হয়ে জুটতে
তরুণ তুমি উঠে এসো
তিমির আঁধার থেকে
হৃদয় মাঝে অসীম সাহস
জাগাও সত্য মেখে।
তরুণ তুমি এগিয়ে চলো
বীর সেনানীর মতো
দলবে তুমি দুই পায়েতে
মিথ্যা আছে যতো
তরুণ তুমি থেমো না আর
বাধা যতই আসুক
সব মানুষের হৃদয় তোমার
সফলতায় হাসুক।

SHARE

Leave a Reply