Home ছড়া-কবিতা ফররুখ আহমদের কবিতা

ফররুখ আহমদের কবিতা

শরতের সকাল

Leadঝিলমিল, ঝিলমিল, নীল
পরীদের ঐ মনজিল;
সারা রাত রয় নিঝঝুম,
রাত শেষে ভেঙে যায় ঘুম,
কেটে যায় আঁধারের ঘোর;
দুনিয়ায় নেমে আসে ভোর ॥

ঝিলমিল, ঝিলমিল, নীল
আকাশের খুলে যায় খিল;
মন যার করে নিসপিস
শুনি সেই দোয়েলের শিস,
পায়রার ভেঙে যায় ঘুম;
করে তাই বাকুম বাকুম ॥

ঝিলমিল, ঝিলমিল, নীল
আসমানে ওড়ে গাঙচিল;
সাত রঙ রাঙা পাখনায়
মাছরাঙা বউ উড়ে যায়,
ঝুমঝুমি বাজে ঝুমঝুম
ভেঙে যায় খোকনের ঘুম ॥

ঝিলমিল, ঝিলমিল, নীল
আসমানে খুঁজে পাই মিল;
বিল্লিটা এসে ঘুরে যায়,
টুনটুনি, বুলবুলি গায়;
খুকুমণি করে আনচান,
শোনে রোজ ভোরের আজান ॥

ঝিলমিল, ঝিলমিল, নীল
ঝলমল করে খাল বিল;
সকালের মিঠে রোদ্দুর
চোখে পড়ে দেখি যদ্দূর,
মাঠ, ঘাট গেয়ে ওঠে তাই;
ভোর হল, ভোর হল ভাই ॥

SHARE

1 COMMENT

Leave a Reply