আ. শ. ম. বাবর আলী
বলো দেখি কোন্ সে কবির
কবিতা আর গানে,
বন্দি মানুষ মুক্তি পেতে
শক্তি পেল প্রাণে?
বলো দেখিÑকোন্ ছাত্র
সেদিন দেশের ডাকে,
সৈনিক হয়ে যুুদ্ধে গেল
লেখাপড়ার ফাঁকে?
বলতে পারোÑকোন্ সে কবি
এই বাংলার ছেলে,
অন্যের অধিকারের কথা
লিখে গেল জেলে?
তার নামটা রাখতে মনে
হয় কি কারো ভুল?
তিনি বাংলার ‘বিদ্রোহী কবি’
আমাদের নজরুল।
salam ! Lekhoker kase thakle mulakat kortam