কুতুব উদ্দিন আমির
বাজারের থলি হাতে
ক্রেতা বলে কী!
তারাতো বলে দিলো
দাম বাড়েনি।
সাধারণ মানুষের
ক্রয়সীমা নাই,
তবুওতো আধা পেটে
কিছু কিনে খাই।
বক্তব্য সত্যের
অপলাপ শুধু,
বাজারের থলি হাতে
করে বুক ধু-ধু।
বার বার তারা
একই কথা বলে
আমার জীবনটা
কিভাবে চলে?