Home জানার আছে অনেক কিছু ছাতার কাপড় ফুঁড়ে বৃষ্টির পানি আমাদের গায়ে এসে পড়ে না কেন?

ছাতার কাপড় ফুঁড়ে বৃষ্টির পানি আমাদের গায়ে এসে পড়ে না কেন?

Chataছাতার কাপড়ের বুনন খুবই ঘন হয়। সেই সাথে ছাতার কাপড়ের গায়ে লাগানো হয় ‘জিঙ্ক সালফেট’ অথবা সিলিকন যৌগ নামে পানিরোধক একরকম জিনিস। তাছাড়া ছাতার বিশেষ গড়ন ও আমাদের মাথাকে বৃষ্টির পানির কবল থেকে বাঁচায়। ছাতার গড়নটা অনেকটা গম্বুজের মতো হওয়ায় বৃষ্টির পানি লম্বভাবে ছাতার কাপড়ের ওপর না পড়ে তেড়ছাভাবে এসে পড়ে এবং ছাতার ঢালু গা বেয়ে গড়িয়ে যায়। তাইতো বৃষ্টির পানি কাপড় ফুঁড়ে আমাদের গায়ে এসে পড়ে না।

SHARE

1 COMMENT

Leave a Reply