Home ফিচার মেঘ কিভাবে আকাশে উড়ে?

মেঘ কিভাবে আকাশে উড়ে?

megমেঘেরা কিভাবে আকাশে ভাসে? তাদের কি ডানা আছে? ছোট্ট অভীকের এ প্রশ্নের উত্তর বাবা দিলেন আরো ছোট্ট আর সহজ করে। বাবা বললেন, সূর্যের আলো আর বাতাস সমুদ্র থেকে অনেক পানি আকাশে তুলে নেয়। সেই বাতাসই পানির স্রোতের মতো আকাশে চলতে থাকে। আর এই স্রোতের মেঘকে আকাশে ধরে রাখে। বাতাসের আর্দ্রতা বা ভেজা ভাবটা হলো মেঘ। যখন ঠাণ্ডা চলতে থাকে তখন পানি শুকিয়ে ফোঁটা ফোঁটা জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয়বাষ্পগুলো বাতাসে ভাসতে থাকে।
ছোট ছোট এই জলকণাগুলো একের পর এক মিশে বড় হতে থাকে। তখন তারা মেঘ হয়ে বাতাসে ভাসতে থাকে। বাতাসের সংস্পর্শে এসে এরা আরো বেশি আর্দ্রতা টেনে নেয়। এভাবে যখন ফোঁটাগুলো আরো বড় হয় তখন এরা আর বাতাসে ভেসে থাকতে পারে না। বৃষ্টিরূপে ফিরে আসে মাটিতে। এভাবে বাতাসের স্রোতের ভেসে থাকে মেঘ। ওদের কোন ডানা নেই কিন্তু বাতাস ওদের ডানা হয়ে কাজ করে।
পৃথিবী বা ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় এই মেঘ জমাট বাঁধতে পারে। সে যাই হোক পৃথিবী থেকে উপরে অবস্থানের কারণে মেঘকে কয়েকটা স্তরে ভাগ করা যেতে পারে। এই যেমন ধরো- ঘন মেঘ, মধ্যম মেঘ, হালকা মেঘ আর স্বাভাবিক মেঘ যা সব জায়গায় থাকে।

SHARE

Leave a Reply