মাহমুদুল হাসান
জোসনা রাতে চাঁদ মামাটা
হাত ছানিতে ডাকে
ছিটকিনিটা আস্তে খুলে
বসতে নদীর বাঁকে।
ঠায় দাঁড়িয়ে খানিক বাদে
গেলাম নদীর ধারে
জল তরঙ্গে রূপোর থালা
আমার নজর কাড়ে।
মিষ্টি আলোর ঝলকানিতে
নদীর দু’কূল হাসে
মাছগুলো সব উল্লাসে আজ
খুশির ভেলায় ভাসে।
রূপ বিভোরে মুগ্ধ আমি
হাঁটছি একা একা
ফুল পাখিরা কোথায় গেল
পাই না কারো দেখা।