মো: বায়জীদ ফয়সাল
ছোট্ট ছিলে যখন তুমি
ছিলে শিশুর মতন
মায়ের বুলি তখন শুধু
ছিল তোমার কথন।
মায়ের স্নেহে পরম মায়া
জানে যে সবে
মায়ের সাথে অন্য কিছুর
নেই তুলনা ভবে।
মো: বায়জীদ ফয়সাল
ছোট্ট ছিলে যখন তুমি
ছিলে শিশুর মতন
মায়ের বুলি তখন শুধু
ছিল তোমার কথন।
মায়ের স্নেহে পরম মায়া
জানে যে সবে
মায়ের সাথে অন্য কিছুর
নেই তুলনা ভবে।