এইচ এস সরোয়ারদী
প্রিয় আমার ঘাস ফড়িং
প্রিয় ছোট্ট পুষি
বেশি কিছু চাই না আমি
অল্পতে হই খুশি
মোটা ভাত, মোটা কাপড়
প্রিয় আমার খুব
ইচ্ছে করে সাঁতার কেটে
দেই নদীতে ডুব।
প্রিয় আমার ধানের ক্ষেত
প্রিয় গোলাপ বেলি
ইচ্ছে করে নিত্য রাতে
চাঁদের সাথে খেলি
ইচ্ছে করে পাখি হয়ে
কিচির মিচির ডাকি
ইচ্ছে করে ছোট্ট গায়ে
রাখাল হয়ে থাকি।