Home তোমাদের কবিতা দেশের ছড়া

দেশের ছড়া

শরীফা আক্তার বাঁশরী

রুনুদের বড় জেঠা রাত জেগে গান গায়
জুনুদের নানা-নানী রাতভর পান খায়
সুনুদের দাদা-দাদী চাঁদ দেখে রাতভর
তারা নাকি এ গাঁয়ের সব সেরা মাদবর
মাদবর রাতভর কথা কয় যুদ্ধের
কথা কয় দেশ নিয়ে সত্য ও শুদ্ধের।

SHARE

Leave a Reply