মাহমুদুল হাসান নিজামী
চারদিকে খরতাপ চৌচির দৃশ্য
বৈশাখ-জ্যৈষ্ঠ এলোরে গ্রীষ্ম
রোদেলা গরমে
গা পোড়ে চরমে
আগুনের ফুলকি খরতাপে ঝড়ে
প্রাণ যেন যায় যায় কাঁপে মন থরে
বৃষ্টির ফোঁটা নাই তৃষ্ণায় প্রাণ
মেঘ দে পানি দে গায় তবে গান
চারদিক খরতাপ
গায়েতে উত্তাপ
আকাশে মেঘ নাই মনেতে শঙ্কা
সবদিকে ত্রাহি ত্রাহি প্রলয়ের ক্ষণটা