Home ছড়া-কবিতা এই দেশ এই দেশ April, 2014 সোনিয়া সাইমুম বন্যা এই দেশ সবুজের খোকা-খুকু অবুঝের ফুল পাখি কবিতার জল রাঙা ছবি তার। এই দেশ দুর্বার লেখনীর ক্ষুরধার নজরুল, ফররুখ মাইকেল পড়া সুখ। এই দেশ আলোকের মৃদু ছোঁয়া পালকের পুষ্পিত মুকুলের স্নেহের দু’কূলের।