Home তোমাদের কবিতা নতুন জীবন

নতুন জীবন

মাসুম বিল্লাহ

পুব আকাশে ঊষার আলো
হাসছে নতুন ভোর
পাখির গানে ঘুম ভেঙেছে
খুলে গেছে দোর।
চারদিকে আজ খুশির মেলা
আসছে নতুন দিন
রঙধনুরই রঙের ছোঁয়ায়
হোকনা জীবন রঙিন।
আজকে এসো সবাই মিলে
করবো মোরা পণ
দুঃখ ব্যথা ভুলে গিয়ে
গড়ি এ জীবন।

SHARE

Leave a Reply