Home তোমাদের কবিতা বোশেখ এলো

বোশেখ এলো

আয়শা তামান্না

বোশেখ এলো আম বাগানে
মিষ্টি সুবাস নিয়ে
উদম হাওয়ায় তার আগমন
যাচ্ছে জানান দিয়ে।
বোশেখ এলো দিন দুপুুরে
দুষ্টু ছেলের মত
নতুন পথে চলতে সাহস
দিচ্ছে অবিরত।
বোশেখ এলো স্বাধীন হাওয়ায়
ধুলা বালুতে
পুরনো দিনের কষ্টটাকে
স্বপ্নে ভরাতে।

SHARE

Leave a Reply