মো: আবু জাফর
হাজার হাজার ফুল আছে
এ দেশেতে ভাই
কোনো ফুলের গন্ধ আছে
কোনো ফুলের নাই।
হাজার ফুলের সমারোহ
তাদের নামও বেশ
যেখানেতে পাওয়া যায়
সে যে বাংলাদেশ।
মো: আবু জাফর
হাজার হাজার ফুল আছে
এ দেশেতে ভাই
কোনো ফুলের গন্ধ আছে
কোনো ফুলের নাই।
হাজার ফুলের সমারোহ
তাদের নামও বেশ
যেখানেতে পাওয়া যায়
সে যে বাংলাদেশ।