শাহরাস্তি দক্ষিণ, শাহরাস্তি, চাঁদপুর : সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুচিপাড়া উচ্চবিদ্যালয় শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। শাহরাস্তি দক্ষিণ শাখার পরিচালক মো: আবুল বাশারের সভাপতিত্বে মো: বোরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা ফোরামের সহকারী পরিচালক ইমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাছান আহম্মেদ, আবুল ফারাহ, বানু সাহা।
ক্রিকেট টুর্নামেন্টে ১৮টি দল অংশগ্রহণ করে ফাইনালে সপ্তম শ্রেণীকে হারিয়ে নবম শ্রেণী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্ট সার্বিকভাবে পরিচালনা করেন ওমর ফারুক, মাহফুজ, রাকীব, নূর হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাকির, পারভেজ, রবিউল, ফজলে রাব্বী, নাঈম, আল আমিন প্রমুখ। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Home
নিয়মিত
স্কুল আঙিনা শাহরাস্তিতে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত