সুমাইয়া জাহান
ফুল বাগানে ফুলের হাসি
তাই দেখে মন হাসি-খুশি।
নানান রকম ফুলে ফলে
স্নিগ্ধ হাওয়ার তালে তালে
যায় উড়ে যায় মন
উদাস বনে তাইতো আমি
থাকি সারাক্ষণ।
বোশেখ এল ভাই
পাখপাখালির মনে তাই
খুশির সীমা নাই।
ফুল বাগানে প্রজাপতি
ছড়ায় রঙের বন্যা
আকাশ হতে নামল যেন
স্বপ্নপরীর কন্যা।