Home তোমাদের কবিতা ঝড়

ঝড়

মাহিন মুবাশশির

কালবোশেখি ঝড় উঠেছে
রুদ্ধশ্বাসের ঝড়
ঝড়ের চোটে মানুষ মরে
বুক কাঁপে থর থর।
ভাসান চর ভেসে যায়
চারদিকে জল ছলছল
নদীর স্রোত ফেঁপে ওঠে
পানি বয় কলকল।

SHARE

Leave a Reply