রেজাউল করিম রোমেল
আমার বাড়ির ময়না পাখি
কত কথা বলেরে
এদিক সেদিক উড়ে গিয়ে
মিষ্টি গান গায়রে।
মিষ্টি মিষ্টি কথা বলে
আমার মনটা ভোলায়
ধরতে গেলে উড়ে গিয়ে
কোথায় যেন যায়।
ময়না পাখি ময়না পাখি
তোমার ভালোবাসি
তোমার গান শুনলে পরে
মুখে থাকে হাসি।
রেজাউল করিম রোমেল
আমার বাড়ির ময়না পাখি
কত কথা বলেরে
এদিক সেদিক উড়ে গিয়ে
মিষ্টি গান গায়রে।
মিষ্টি মিষ্টি কথা বলে
আমার মনটা ভোলায়
ধরতে গেলে উড়ে গিয়ে
কোথায় যেন যায়।
ময়না পাখি ময়না পাখি
তোমার ভালোবাসি
তোমার গান শুনলে পরে
মুখে থাকে হাসি।