ইকবাল মাহফুজ
তোমার জন্য মরতে পারি
লড়তে পারি রণাঙ্গনে
তোমার জন্য রাত-বিরাতে
কাঁদতে পারি আপন মনে।
তোমার বুকে মরেও যেন
বাঁচতে পারি অমর হয়ে
তোমার জন্য উদাস মনে
ছুটতে পারি দিগি¦জয়ে।
ইকবাল মাহফুজ
তোমার জন্য মরতে পারি
লড়তে পারি রণাঙ্গনে
তোমার জন্য রাত-বিরাতে
কাঁদতে পারি আপন মনে।
তোমার বুকে মরেও যেন
বাঁচতে পারি অমর হয়ে
তোমার জন্য উদাস মনে
ছুটতে পারি দিগি¦জয়ে।