নওশীন রহমান শিপা
বনের পাখি ডাকাডাকি করছে কেন বনে
আমার কাছে এসো তুমি রাখব যতনে।
কোমল কোমল পালকগুলোয় বুলিয়ে দেব হাত
সাথে করে রাখব তোমায় রাখব দিন রাত।
মা বলেছেন কারো প্রাণে কষ্ট দিতে নাই
বাসতে ভালো তাইতো পাখি তোমায় আমি চাই।
নওশীন রহমান শিপা
বনের পাখি ডাকাডাকি করছে কেন বনে
আমার কাছে এসো তুমি রাখব যতনে।
কোমল কোমল পালকগুলোয় বুলিয়ে দেব হাত
সাথে করে রাখব তোমায় রাখব দিন রাত।
মা বলেছেন কারো প্রাণে কষ্ট দিতে নাই
বাসতে ভালো তাইতো পাখি তোমায় আমি চাই।