দিদার মাহদী
আমরা পড়ি কিশোরকণ্ঠ
জ্ঞানের কথা শিখতে
শেখার পরে নিজেই আবার
অনেক কিছু লিখতে।
নেই তুলনা কিশোরকণ্ঠের
পড়তে মজা ভারি
ছাত্র পড়ে ছাত্রী পড়ে
পড়ে যুবক, নারী।
গল্প ফিচার খুবই ভালো
অনেক কিছু শেখায়
আনন্দ পাই জ্ঞানও বাড়াই
কিশোরকণ্ঠ লেখায়।
কিশোরকণ্ঠের পাঠক আমরা
কিশোরকণ্ঠের পাঠক
কিশোরকণ্ঠের ভালোবাসায়
আমরা সবাই আটক।