মুহম্মদ আবদুল আলিম
কোন সে দেশ
পাখর গানে
মধুর ঘ্রাণে
ফুটলো বিলে ফুল
কোন সে দেশ
সোনার ধানে
সরস প্রাণে
খুকির কানের দুল।
কোন সে দেশ
কবিতা ভরা
ছন্দে ভরা মন
কোন সে দেশ
শীত সকালে
মন দেয়ালে
আলোয় ভরা বন।
মুহম্মদ আবদুল আলিম
কোন সে দেশ
পাখর গানে
মধুর ঘ্রাণে
ফুটলো বিলে ফুল
কোন সে দেশ
সোনার ধানে
সরস প্রাণে
খুকির কানের দুল।
কোন সে দেশ
কবিতা ভরা
ছন্দে ভরা মন
কোন সে দেশ
শীত সকালে
মন দেয়ালে
আলোয় ভরা বন।