রহমান জীবন
মনে মনে পণ করেছি
এই ধরেছি বাজি,
করব সে কাজ যেন আমায়
কেউ না বলে পাজি।
সময়টা আর কাটাব না
দুষ্টুমিতে হেলায়,
যাব না ভাই দুষ্টু যারা
তাদের সাথে খেলায়।
সব সময়ই চলব মেনে
যা যা বলেন স্যার,
বাবা-মায়ের কথার খেলাপ
করব নাতো আর।
রহমান জীবন
মনে মনে পণ করেছি
এই ধরেছি বাজি,
করব সে কাজ যেন আমায়
কেউ না বলে পাজি।
সময়টা আর কাটাব না
দুষ্টুমিতে হেলায়,
যাব না ভাই দুষ্টু যারা
তাদের সাথে খেলায়।
সব সময়ই চলব মেনে
যা যা বলেন স্যার,
বাবা-মায়ের কথার খেলাপ
করব নাতো আর।