আল মাহমুদ
সময়ের ঘড়ি বাজে টিক টিক টিক
আমরা দাঁড়াই এসো, নাম মল্লিক
মল্লিক শুনতেই চোখ ভরে যায়
ফোঁটা ফোঁটা ঝরে যায় গণ্ড ভাসায়
এ কী জল? ছল ছল আমাদের গাল
অশ্রুর ফোঁটা যেনো ছোঁয় মহাকাল
হৃদয় বিদীর্ণ হয় হে গানের পাখি
ভুলিনি ভুলিনি আজো সেই ডাকাডাকি
আমরা তো থামবো না, আমরা পথিক
আমরা চলেছি শুধু ঠিক করে দিক
চলতে চলতে বলি হে গানের পাখি
আজ বলো কার নামে করো ডাকাডাকি
মল্লিক মল্লিক শুধু এই নাম
আমরা জানাই তাকে সালাম সালাম।
০৬.০২.২০১৪
আমার প্রিয় কবি মল্লিক ভাইকে মনে পড়ে গেল