আহসান হাবিব ইমরোজ
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৮ ফাল্গুন চলে গেল। যদিও ক্যালেন্ডারের মারপ্যাঁচে আমরা কখনও ৮ ফাল্গুন পালন করতে পারি না। পালন করি ৯ ফাল্গুন বরং আদতে ২১ ফেব্রুয়ারি। যাকগে এতসব দুঃখ। কেমন পালন করলে তোমরা মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার মাস যেতে না যেতেই আসল স্বাধীনতার মাস । জানত, এ মাসেই শুরু হয়েছিলো আমাদের স্বাধীনতা যুদ্ধ ।
গত বছর গিয়েছিলাম মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার নিভৃত পারিল গ্রামে। যেখানকার ২৬ বছরের টগবগে যুবক রফিক উদ্দিন আহমদ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে ‘মায়ের মুখের ভাষা’র জন্য সর্বপ্রথম জীবন দিয়েছিলেন। সিঙ্গাইরের ভাষাশহীদ রফিকের লাশ তার মা-বাবা খুঁজে পাননি, তাকে বেনামি দাফন করা হয়েছিল আজিমপুরের গোরস্থানে। পুত্রশোক আর লাশ না পাওয়ার সে বেদনায় রফিকের বাবা সংসারধর্ম ত্যাগ করেন এবং ১০ বছরের মাথায় ইন্তেকাল করেন আর মা হয়ে যেন নিশ্চল বোবা। রফিকের বড় ভাই নিবির মমতায় চা খাওয়াতে খাওয়াতে আমাদের বলেছিলেন এসব করুণ কাহিনী।
গত ২১ জুন ২০১৩ একটি জাতীয় দৈনিকে একটি চমৎকার খবর বের হয় যার শিরোনাম ছিল ‘নতুন আইনস্টাইন!’
মাত্র ১০ বছর বয়সে অবিশ্বাস্য মেধার জোরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিষয় পড়তে যাচ্ছে এক বিস্ময়-বালক। লুই রবার্তো রামিরেজ নামে ওই বালকের বাড়ি মেক্সিকোর জামোরায়। সে মাত্র পাঁচ বছর বয়সে নিজের চেষ্টায় ইংরেজি শিখেছে। এখন ফরাসি ও চীনা ভাষা শিখছে।
বার্তা সংস্থা আইএএনএস জানায়, দুই বছর আগে তার বুদ্ধিমত্তার বিস্ময়কর পর্যায়টি বাবা-মায়ের নজরে পড়ে। অভিভাবকেরা লক্ষ করেন, লুই তার সমবয়সী অন্য শিশুদের মতো নয়। অন্য শিশুদের সঙ্গে রুচি, আগ্রহ, চিন্তা-ভাবনায় তার তফাত রয়েছে। পরীক্ষায় দেখা যায়, তার বুদ্ধিমত্তার পর্যায় (আইকিউ লেভেল) ১৫২-১৬০-এর কোঠায়। এটা পদার্থবিজ্ঞানের মহাবিস্ময় আইনস্টাইনের বুদ্ধিমত্তার পর্যায়ের।
ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে লুই বলেছে, আমার স্বপ্ন একটি কোম্পানি প্রতিষ্ঠা করে নিজের উদ্ভাবিত জিনিস বিক্রি করা। বাবা রবার্তো রামিরেজ জানান, ছেলের অসাধারণ বুদ্ধিমত্তা দেখে তারা বেশ গর্বিত। এটা তাদের জন্য একটা বড় দায়িত্বও বটে।
বন্ধুরা, এই ‘নতুন আইনস্টাইন’ লুই সম্পর্কে বলার সাথে সাথে আসল আইনস্টাইনের শৈশব নিয়েই কিছু কথা বলে নেই, কেমন?
E = mc2. আমরা আইনস্টাইনকে এই ফর্মুলা দিয়ে চিনি কিন্তু তার অনেক মজার বিষয় আছে। এসো না, তার সেই মজার কাহিনীর চা চামচের দু-এক চামচ চেখে নেই।
-বাসার নাম্বারটা পর্যন্ত মনে রাখতে পারতো না।
– তার বয়স যখন পাঁচ, সে ছিল রোগশয্যায়, এমতাবস্থায় তার পিতা তাকে আকৃষ্ট করার জন্য একটি কম্পাস দিয়েছিলেন। এটিই তার চিন্তাজগতে ব্যাপক আলোড়ন তুলে।
– বর্তমানের জনপ্রিয় লেখকদের মতো বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রতি তার কোনো আগ্রহ ছিল না। তার ধারণা ছিল এতে করে মানুষের ভেতর বিজ্ঞানের প্রতি ভুল ধারণা তৈরি হবে।
– ১৮৯৫ সালে ১৭ বছর বয়সে Swiss Federal Polytechnical School (Eidgenössische Technische Hochschule or ETH) এ ভর্তি পরীক্ষায় প্রথমবার সে অকৃতকার্য হয়।
সাইকেল চালনারত আইনস্টাইনের ছবিটি এখানে জুড়তে গিয়ে মনে পড়ে গেল আরেক সাইক্লিস্টের কথা। বিশেষ করে যখন শুনি কিশোরকণ্ঠ আজকাল আর শুধু কিশোর, তরুণরাই নয় বরং বুড়োরাও পড়ে, স্যরি বলছি, বয়সে তারা বুড়ো হলেও মনের দিক হয়তো টাটকা যুবক।
যাক আসল কথায় আসি
রবার্ট মারচান্ড নামক একজন ফরাসির কাণ্ড দেখে তাবৎ বিশ্বের সবাই নড়েচড়ে বসেন। ভদ্রলোকের বয়স ১০২ বছর। তিনি ১ ঘণ্টায় প্রায় ২৭ কিলোমিটার সাইকেল চালিয়ে নিজের পূর্বতন রেকর্ড ভঙ্গ করেন। আর এতে করে তার পুরস্কার মাত্র ৭৫০ কোটি টাকা। বুড়ো পাঠকদের জন্য আজকের এক চিমটি তথ্যই যথেষ্ট নয় কি? আল্লাহ হাফিজ।