আবদুল কুদ্দুস ফরিদী
রক্তনদী সাঁতরে পেলাম
স্বাধীনতার সুখ
স্বর্গসুখের স্বাধীনতায়
গর্বে নাচে বুক।
স্বাধীনতা আনতে গিয়ে
বোন হারালো ভাই
বোনের বুকের ক্ষতরেখা
আজো শুকায় নাই।
রক্ত গেলো জীবন গেলো
গেলো কত প্রাণ
অবশেষে উঠলো বেজে
স্বাধীনতার গান।
নয়টি মাসের মৃত্যুখেলার
হয় অবসান শেষে
স্বাধীনতার সূর্য জ্বলে
আজকে সোনার দেশে।