রেদওয়ানুল হক
ভাবপাখিটা মাথার উপর
বসে আবার উড়ে যায়
মাথা আমার কেমন জানি
লাটিম-ঘুরা ঘুরে যায়।
কাঁপতে থাকে শরীর ভীষণ
হৃদয়টাও পুড়ে যায়
হঠাৎ করে দেখার আকাশ
আঁধার এসে জুড়ে যায়।
কোথায় গেলি প্রাণের পাখি
ঘ্রাণের পাখি উড়ে আয়
একটা নতুন কাব্য হলে
সকল দুঃখ চুরে যায়।